Jun 6, 2008

স্বগত-৪

১.
শিউলি, তুমি কী জানো তোমার নাম যে শিউলি?

২.
মা, কালকে যে তুমি আমাকে এত বকা দিলে জল নিয়ে একটু খেলা করেছি দেখে, বললে যে জল হিসাব করে খরচ করতে, আর আজকে যে এতো বৃষ্টি হলো, সারাদিন, তার হিসাব কে করবে?

9 comments:

toxoid_toxaemia said...

ওয়াসার পানি নিয়া খেলা করেছিস বলেই তো বকা দিয়েছে,বৃষ্টির পানির সাথে খেল কেউ বকা দিবেনা।বৃষ্টির পানির তো বিল দেয়া লাগেনা ওয়াসার পানির লাগে বুঝছোস!!!

রায়হান আবীর said...

দারুন লেখার হাত আপনার। এখন থেকে নিয়মিত পড়তে হবে...

toxoid_toxaemia said...

আপনিও কম যান কিসে !!!

বরফ পানি said...

অনেক ধন্যবাদ রায়হান ভাই। আপনার লেখাও পড়তে চাই।

উৎস তুই উনারে চিনস নাকী?

Anonymous said...

বলি, ড্রেন দিয়ে যে এত জল বয়ে যাচ্ছে তার হিসাবটাই বা কে করবে ?

বরফ পানি said...

ঠিকাছে!

toxoid_toxaemia said...

আমার তো মনেহয় এটা সচলের রায়হান আবীর, আই,ইউ,টিতে পড়ছে।

সবজান্তা কি ড্রেনের পানি নিয়েও খেলতা নাকি মিয়া???

বৃষ্টি বিলাসিনি said...

হাহাহাহা...

বৃষ্টির পানিতে খেলার মজায় আলাদা। নৌকা বানিয়ে কত খেলতাম। ঠান্ডা লেগে জেত খুব সহজেই। তাই বকা এবং মাইর এর সীমা ছিলনা। মা বলতেন বৃষ্টির পানিতে নাকি ড্রেইন এর পানি মিসে যাই। তাই হাতে পায়ে বিচি উঠে যেত। কিন্তু কে মনে রাখে এত কথা। তারপরের দিন আবার বের হয়ে পরতাম কাগজের নৌকা বানিয়ে। তোর লিখা পরে মনে পরে গেল শৈশবের দিন গুলির কথা।

যাযাবর said...

পড়ে হতভম্ব হয়ে বসে আছি। অদ্ভূদ লাগলো।