Aug 15, 2007

ধূসর



জলের মতন সহজ যদি মন
মনের সঙ্গে মিশতো অকারণ
তেমনি আবার সহজভাবে এসে
দুজন যেতো দুইটি স্রোতে ভেসে

কষ্ট তবু তখনো ঠিক হতো
ঘূর্ণি যেমন শান্ত জলের পরে
তুমি আমায় ভুলে গেছো, তবু
তোমায় আমার ঠিকই মনে পড়ে।



তোমার নাম লিখতে গিয়ে দেখি
কাগজগুলো পাতার মতন ঝরে
তোমার নাম লিখতে গিয়ে দেখি
কলম থেকে অশ্রু ঝরে পড়ে

তোমার নাম লিখতে গিয়ে দেখি
অতীত এসে শীতল দুটি হাতে
আমার এ হাত তুলে নিয়ে বলে
আমি একটু ঘুমাই আজকে রাতে?

6 comments:

wave002 said...

Eikobitata porey money hoyeche matured ekjon kobir kobita porchi..
sotti khub sundor

Kalyan said...

Kobitatir sob line soman potential er na...kisu kisu line mone hoyese natural, abar kisu kisu khetre chhondo milano tai pradhanno peyese.

SONGS FROM THE WOODS said...

kobitatar starting porle shanti shanti lage ..jibonke shohoj mone hoe..nodoubt total idea was good..kobitatar starting was great..prothom 8 lines were enough.shesher 8 line e eki kotha & eki vab beshi chole aseche...chesta korle aro shundor ending korte parben apni....

Anonymous said...

খুবই অদ্ভুত একটা ব্যাপার।

জলের মতন সহজ যদি মন
মনের সঙ্গে মিশতো অকারণ

এই লাইন ২টা আমার মাথার মধ্যে এমন ভাবে গেঁড়ে বসেছে যে, নিজে কোন একটা কবিতার লাইন চিন্তা করতে গেলেও এই লাইন ২টা মাথায় আসা শুরু করছে !

অদ্ভুত !

Anonymous said...

আমার এ হাত তুলে নিয়ে বলে
আমি একটু ঘুমাই আজকে রাতে?

বেশ !

রাতের ঘুমের জন্য এই আকুতি তাহলে চিরন্তন এবং সার্বজনীন !

ভালো লাগলো !

aj Nishi said...

I am guessing this is Rita apu..!!
Oshomvob valo legeche kobita ta..