Showing posts with label পদ্য. Show all posts
Showing posts with label পদ্য. Show all posts

Aug 5, 2015

লক্ষ্মীকে ভাসিয়ে দিয়ে এসে

রাত এলে খুব সেই দেশের কথা মনে পড়ে যে দেশে কখনো যাইনি
ভোর হলে মন খারাপ লাগে, রাতটা শেষ হয়ে গেল
কত নরোম রাতের পর এলো কতো সুকোমল ভোর
তবু দিন এসে ট্রাকচাপা দিয়ে গেল টুনটুনির নাচগানগুলি

তুমি যদি আজ শিমুলবনের পথে চলে যাও, তবে এখনো হয়তো দেখতে পাবে সেদিনের ঝরাপাতা
পাতার আড়ালে আছে লক্ষ্মীর পায়ের ছাপ
চালগোলা জলে আঁকা, শাদা যেন টগরের ফুল
যদিও সব টগর সমুদ্রে চলে গেছে নদীর মন্থর জলে ভেসে

তুমি যদি আজ শিমুলবনের পথে চলে যাও, ক্যামেরা সাথে নিয়ে যেও।
পাতার স্তূপের নিচে সাপেরা দিয়েছে শীতঘুম
তাদেরকে ঘুমুতে দিয়ে আরো কিছু দূরে চলে যেয়ো
সেখানে দেখতে পাবে দিদিমার শুম শাম বাড়ি

বুড়ির ঘোলাটে চোখ, ক্যামেরাতে আসবে কি ভাল?
তবে কিছু ছবি এনো, ছবি এনো খড়ের গাদার
বাঁশবন, পানপাতা, শিমফুল, সব ছবি এনো
এলবাম ওল্টাবো লক্ষ্মীকে ভাসিয়ে দিয়ে এসে।

Jan 29, 2015

নতুন পাতার দিন


একদিন একটা পাখি।
ভাবছিল উড়ে যাবে আকাশে
কিংবা বসবে একটা গাছের পাতায়।

Oct 14, 2011

১০০

একটা ক্লান্তি আছে
গোপনে থাকে
কোণে
নড়ে চড়ে
অজাত শিশুর মতো
জানান দেয়
যেনো
কোনো ব্যক্তি
অব্যক্ত ব্যথার মতো
গোপন
একটা ক্লান্তি

Sep 8, 2011

একদিন তোর কথা শুনবে নদী

::
বিষাদ যেনো জল আর আমি যেনো মাটিতে কেবলি একটা শুন্য গহ্বর, কেবল সারারাত শিশির ঝরে আমাকে পূর্ণ করে আর ভোরে তাতে যে সূর্য দেখা যায় তা দেখে তুমি বিভ্রান্ত না হলেই ভালো কারণ জীবন, পদ্যের মতো কোমল নয়।

Sep 6, 2011

Aug 31, 2011

টুটুলের জন্য কবিতা

কূয়ার ভিতর তাকিয়ে দেখি জল
জলের ভিতর মুখ
মুখের ভিতর দুঃখ

দুঃখগুলো হাতড়ে দেখি স্মৃতি
স্মৃতির ভিতর মুখ
মুখের চোখে জল
জলের ভিতর কূপ

গভীর কূপ স্মৃতিতে ডুবে থাকে

যে মারা যাবে

আত্মহত্যা কেবল একটা বিশ্রী ছবি
আর কিছু না।

এর চেয়ে কতো বিশ্রী জিনিশ রোজ দেখো
বিষাদ, প্রত্যাখ্যান, অবশ্যম্ভাবী ক্ষুধা ও অপমান
ব্যর্থতা ও অথর্বতা
তবু তুমি মৃত্যু দেখে ভয় পাও
তবু তুমি আত্মহত্যা দেখে প্রশ্ন করো
সরলতা দেখে আমি স্নেহভরে হাসি
সকালে আমার দেহ দেখতে এসো
মৃত ও অতীত
তাই অপ্রাসঙ্গিক
জীবনের চেয়ে খুব কম ভয়াবহ
জীবনে প্রকৃতপক্ষে
মৃত্যুই সর্বশ্রেষ্ঠ আশা।

Jul 7, 2011

সারস উড়িয়ে দিয়ে

..
বাইরে আকাশ মেঘলা হয়ে আছে
নদীর জল ভিজিয়ে যাবে পা
আজকে তুমি আমাকে বোলোনা
দূরে যাওয়ার কথা।

Jul 6, 2011

রাত জাগার পর

আমাদের ভোরগুলো
আসে
আসে
আসতেই থাকে
আমরা
দেখিনা কোনোদিন
ঘরের সবাই
খুব ঘুম
সব চুপ
বিড়াল পায়ের মতো
গরগরে ভোরগুলো
শৈশব বৃষ্টির মতো
কোমল হয়ে
নেমে আসে।

Jun 26, 2011

জুলাই

আপচুস আমরা গানগুলিকে কথায় লিখতে পারিনা এবং রঙগুলিকে কানে শুনতে পারিনা এবং যদিও শব্দগুলিকে মাঝেমাঝে চোখে দেখতে পারি বলে আমি জলের শব্দ শুনি এবং ভাবি সমুদ্রে দূরের জলে তিমির দল যদিও তা আমি তোমাকে কথায় লিখে বোঝাতে পারবোনা কিন্তু মাথার ভিতরে কেবলি তিমিরা ছুঁড়ে দেয় জলের ফোয়ারা এবং তা এই রাতের অন্ধকারের পটভূমিতে নীলাভ আলোর আতশবাজিতে বিচ্ছুরিত হয় কিন্তু এই সেলিব্রেশান আমার নিঃসঙ্গ নিজস্ব আমি তা কারো কাছে পৌঁছে দিতে পারিনা কারণ আমরা দূরের কোনো অচেনা শহরে জানালায় ফুলের পাহারায় বৃষ্টিবন্দী হয়ে নেই।

masochistmimes

May 16, 2011

মুড সুইং

ফেইসবুক স্ট্যাটাসঃ 
মেঘগুলি মেঘ মেঘ/ ঘাসগুলি জোছ-না/ জোনাকিরা মিউজিক/ ট্রেন চলে ঝিক ঝিক/ খালগুলি রেললাইন/ গাছগুলি ল্যাম্পপোস্ট/ মাধবীরা চুপচাপ/ ফুটে ফুটে মরে যায়/ সাপগুলি খেলা করে/ ছায়াঢাকা পাহাড়ে/ বৃষ্টিটা আসলেই/ নৌকাটা ভাসবে/ জানালাটা তবু ঠিক/ বন্ধই থাকবে

Dec 10, 2010

বাইরে আকাশ মেঘলা হয়ে আছে
নদীর জল ভিজিয়ে যাবে পা
আজকে তুমি আমাকে বোলোনা
দূরে যাওয়ার কথা।

Nov 4, 2010

ও মোর ময়নাগো

Try your fortune

আমি স্বপ্নে দেখলাম আমি কবিতা লিখেছি। পুরা কবিতাটাই স্বপ্নে দেখা।

Oct 25, 2010

প্রশ্নের খাতা থেকে

বলো আমাকে, গোলাপ কি নগ্ন
নাকি নগ্নতাই কেবল তার পোশাক?

গাছেরা কেন গোপন করে
তাদের মূলের দীপ্তি?

কে শোনে দীর্ঘশ্বাস
আততায়ী অটোমোবাইলের?

বৃষ্টিতে ভিজতে থাকা ট্রেনের চাইতে
বিষণ্ণ দৃশ্য আর কী আছে এই পৃথিবীতে?

Oct 8, 2010

আজকে কেমন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখছো?

অদ্ভুত বৃষ্টিরা নেমে আসে আকাশে
জাহাজের ছবিগুলি দুলে ওঠে দেয়ালে।

Mar 23, 2010

দশ বছরের পুরোনো ডাইরি

এ বছরও এমনি করে চলে যাবে
দেখতে দেখতে চলে যাবে পরের বছর
কেনা হবে অনেক জামা, নতুন জুতো
গড়িয়ে যাবে হাতের সুতো
কিংবা তারা কোনোদিনই ছিলো না যে হাতের ভিতর

Feb 24, 2010

Fancy

::
গত রাতের অন্ধকারের মতো
জড়িয়ে আছি তোমার অতীতে
অথচ মৃত কিছু সত্য হয়না।

::
কবিতা যেনো জল
সারাদিন সরোবরে আঙুল ভেজাই, জল ভাঙি
একদিন এক ফোঁটা ঠিক তুলে নেবো

::
নদীর কাছে ঘাস হয়ে শুয়ে থাকতে চাই

::
কৃষ্ণচূড়া ফুটলোনা আর এবার
যদিও নতুন বন্ধু পাওয়া গেছে

::
টুকরো টুকরো ডুবো পাথর
ডুবে থাকে স্মৃতির পাথারে

Nov 11, 2009

একা

আমারও খুব ইচ্ছে করে
হাঁটি-- সন্ধ্যা মুছে, অন্ধকারে
চাঁদকে নামাই লেবুগাছের ছাদে
নতুন জামার বিকেল বেলার কৃষ্ণচূড়া
রঙ এঁকে নিই আলপনা দেই হাতে

Oct 28, 2009

নিসময়

..
কুয়াশার জল যায় বলে
সেই তো যেতেই হবে চলে
পুরোনো এ পথ মুছে যাবে
ফেরা তো হবে না কোনো কালে


..
তবু সেই পথ সাথে চলে
পুরোনো হারানো পথ
দেখবো না আর তবু
কার ছায়া নাড়া দেয় স্বপ্নের জলে


..
কুয়াশায় সব পথ হারালে আড়ালে
জানলাম হারিয়েছে সকল ঠিকানা
ল্যাম্পপোস্ট দেখে ভাবি এ ই বাতিঘর
কাকে যেনো ডেকে নিলো তোমার বিছানা।


..
কুয়াশার জলে ভিজছে এখন চুল
দীর্ঘ রাতের ডানা থেকে দেখো ঝরে
হারানো স্মৃতির ধূসর বেগুনি পালক
আজ রাতে কেউ কোথাও যাবে না ফিরে

Sep 5, 2009

চুপচাপ

বাইরে কি আজ বিকাল, অনেক আলো?
আমার ঘরে অন্ধকার।
আমি ঘরে একা।
বাইরে কি আজ আকাশ অনেক নীল?
নাকি মেঘ, বৃষ্টি হবে।
মাঠের শালিক ভিজবে অযথাই।
আমার ঘর ভেজা কাকের মতো বিষণ্ণ।
আমাকে কেউ দূরের মাঠে সূর্য ডোবা দেখাতে নিয়ে গেলো না।
তাই এবার আমি একটা হবো হলুদ পাখি।
আপন মনে ঘুরবো ছায়ায় একা।
কিন্তু আমার গায়ে থাকবে রৌদ্রের রঙ।