Jan 15, 2008

স্বগত-১

ব্যথা আমার কূল মানেনা, বাধা মানেনা
পরাণ আমার ঘুম জানেনা, জাগা জানেনা।
Get this widget | Track details | eSnips Social DNA

জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে
ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনপাশে।
Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

মৃন্ময় আহমেদ said...

এমনি...

Anonymous said...

স্বগোক্তিতে কেন আমাদের শুধুই দুঃখের কথা বলতে হবে ?

আমার একটা প্রিয় স্বগোক্তির কথা বলিঃ

( স্বগোক্তিটা হিন্দিতে, আপনার জন্য বাংলাতে তর্জমা করে দিবো )

" জিন্দেগী কা সাফার হ্যায় সুহানা,
ইহা কাল ক্যায়া হো কিসনে জানা "

তর্জমাঃ জীবনের এই পথচলা কি চমৎকার ! কাল কি হবে, তা কেউ কি জানে ? "

এই স্বগোক্তিটা আমার কাছে সুরেলা ভাবে অর্থাৎ কিশোর কুমারের গলায় রেকর্ড করা আছে। শুনতে চাইলে বলবেন।

ধন্যবাদ, চমৎকার শেয়ারের জন্য !!