May 30, 2008

অপূর্ণ

কী যেন খুব ইচ্ছে করে
মাঝে মাঝে হঠাৎ করে
বোঝার আগেই পালিয়ে যায়
হারিয়ে যায় হঠাৎ করে


মেঘের মতোন জলের মতোন
হাওয়ার মতোন ইচ্ছেগুলো
সে কার গালে সে কার চুলে
সে কার ঠোঁটে স্পর্শ করে

নতুন মেঘে নতুন জলে
নতুন রাতে নতুন ভুলে
পাক খেয়ে ফের ইচ্ছেগুলো
কোথায় যেন ফিরে চলে

কী যেন খুব ভুল হয়ে যায়
গল্পগুলো শেষ হয়ে যায়
শেষের আগেই এমনি করে
রাতের ছায়া মেখেই থাকে নতুন ভোরে

2 comments:

toxoid_toxaemia said...

এই না হলে ভাগশেষের কবিতা!!!!
কি যে সুন্দর দোস্ত তোর ছন্দমিল।খুবই ভাল হইছে।

বরফ পানি said...

থ্যাঙ্কস :)