Jun 9, 2008

পাঁচরকম

১.
তোমার হাতে বকুল, তুমি বকুলফুল কন্যে
বৃষ্টিধোয়া মিষ্টি বিকেল আজকে তোমার জন্যে।

২.
কৃষ্ণ আমার, তোমার প্রেমে পাগল আমি রাধা
পরাণ আমার তোমার ফোনের রিং টোনেতে বাঁধা।

৩.
কৃষ্ণচূড়ার দিনের শেষে
আজকে চলো মেঘের দেশে

৪.
কার্জন হল, পুকুর পাড়
শুমশাম চুপ চারিধার
ফুল ঝরে যায় টুপ টাপ
দু'জন বসে চুপ চাপ

৫.
তুমি এখন এই শহরে অন্য কারো সাথে
তোমার আমার শিশু কাঁদে আমার কল্পনাতে।

7 comments:

toxoid_toxaemia said...

দারুন হইছে দোস্ত।
লিখতে থাক নিয়মিত।
যদি বলিস সময় নাই তাহলে খাবি মাইর।
ঘুম থেকে সময় বাঁচায়ে লিখবি বুঝলি!!

Anonymous said...

দুই লাইনের ছন্দমিল
পড়তে লাগে বেশ
মাত্র পাঁচটা পড়ার পরই
হইলো কেন শেষ ?

Anonymous said...

আমার আপুসোনাটা অ্যাত্তো ভাল লেখে কেমন করে???
ভীষণ হিংসে করি।

বরফ পানি said...

নুশেরা আপু তাইলে তো তুমি আমার "চোখেরবালি" হলা, কারণ আমি তোমাকে আরও অনেক বেশি হিংসা করি যে? :@

Anonymous said...

নাম্বার 5 পড়ে ঝিম মেরে বসে রইলাম।

বরফ পানি said...

আপনাকেও কি আমার মতো ঝিমানি রোগে ধরলো নাকি? এ রোগ তো একদম ভালো নয়! তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন :D

Anonymous said...

ঝিমানি রোগ কি আর কেউ সাধে বাঁধায়!!