Aug 9, 2008

গান




8 comments:

toxoid_toxaemia said...

গানটা শুনলাম, ভালই লাগল।

বরফ পানি said...

গানটার সাথে যায় এমন একটা বৃষ্টির পেইন্টিং খুঁজে দিতে পারবি? তাইলে এই ছবিটা চেঞ্জ কইরা দিতাম রে।

নিঘাত সুলতানা তিথি said...

কাল একটা সিনেমা দেখলাম, বেশ পুরনো- "যুগান্ত"। অপর্ণা সেনের পরিচালনায়, অঞ্জন দত্ত-রূপা গাঙুলীর অভিনয়ে। তারপরে যে একটা ভাব জমে ছিলো মনে, তার সাথে আজ এই গান শুনে খুব মিশে গেলো। খুব ভালো লাগলো।

বরফ পানি said...

যুগান্ত দেখেছি! আমার খুব পছন্দের ছবি, যদিও বেশ অনেক আগের দেখা। সুন্দর একটা স্মৃতি মনে করিয়ে দিলেন আপু, অনেক ধন্যবাদ।

আমাদের সব অনুভূতির জন্যই যে অন্তত একটা রবীন্দ্রসংগীত রয়ে গেছে, এ তো পুরোনো কথা! আপনার যে বিশেষ করে এই গানটা ভালো লেগেছে, তা জেনে আমারও ভালো লাগলো (যেনো গানটা আমিই লিখেছি! :P)

আর ধন্যবাদ আপনার উপস্থিতি জানান দিয়ে সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি সত্যিই কৃতজ্ঞ। ভালো থাকুন।

যাযাবর said...

অনেকদিন পর গানটা শুনলাম। এখন শুনতেই আছি...

বৃষ্টি বিলাসিনি said...

ami ei prothom shunlam ganta. besh bhalo laglo...

Anonymous said...

valo laglo gaanta :)

বরফ পানি said...

ভালো লাগলো বলে ভালো লাগলো। ভালো লাগা জানিয়ে যাও বলে ভালো লাগে :)