Aug 8, 2008

চিঠি

রাত্রিবেলায় তারার আলোয় তোমার কথা ভাবি
যে ঘর আমার হারিয়ে গেছে, তোমার কাছে চাবি
রয়েছে তার, কেমন করে সে ঘর আমি খুলি?
বৃষ্টি এলে জলের সাথে তোমার কথা বলি

6 comments:

toxoid_toxaemia said...

রাত্রিবেলাতেই কেন ভাবার দরকার পড়লো বলতো !!! দিনের বেলায় ভাববি, স্বাস্থ্যের জন্য উপকার।

{দয়া করে ওয়ার্ড ভেরিফিকেশনটা বন্ধ কর}

অন্দ্রিলা said...

আকাশে তারা না উঠলে ভাবনা চিন্তা ঠিক জমেনা।

তোর অনারে ওয়ার্ড ভেরিফিকেশন বন্ধ করলাম।

tazrin said...

উফফফফফফফফফফ

আমি কেন এমন লিখতে পারিনা...
প্রকৃতির এ বড্ড অবিচার
মানতে কষ্ট হয়...

আমি "হিংসাই"...

tazrin said...

নতুন খেরোখাতার জন্য অভিনন্দন। তবে আগের লেখাগুলোও তো একসঙ্গেই চাই!

শহীদুল ইসলাম মুকুল said...

ভালো লাগলো খুব।

আমারব্লগে http://amarblog.com লেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকবেন। শুভেচ্ছা।

toxoid_toxaemia said...

তাজরিনটা কেডা ? নুশু আপু নাকি ?