Dec 9, 2008

স্বগত-৮

এই যে আমার নৌকা দেখো
কোনদিকে সে যায়?
স্রোতের শেষে ভিড়বে এসে
তোমার কিনারায়


এই যে দেখো বাতাস কেমন
আপন মনে ভেসে
তোমার বনের গন্ধ ছড়ায়
আমার ঘরে এসে

টুপটুপিয়ে শিশির ঝরে
আমার আঙিনাতে
আমিই কেবল জানি তুমি
ফিরবে না এ পথে।

তুমি যদি আমায় এমন
ফেলেই যাবে চলে
বনের পাখি আজও কেন
তোমার কথা বলে?

1 comment:

toxoid_toxaemia said...

তোর কবিতার ছন্দময়তার সৌন্দর্য্য আমার বড্ড ভাল লাগে। শেষের লাইনগুলোতে একটু হতাশার ছোঁয়া পেলাম যেন।