Jan 28, 2010

জানালা

১.
তাকে আমি আর দেখিনা বা খুঁজিনা। মনেমনে খুঁজি কিনা জানিনা। সে কি আমাকে মনে মনে খোঁজে? অথচ একই জগতে প্রতিদিন বিচরণ। ভালোবাসাকে কোলকাতার রাস্তায় দুপুরবেলায় ফেলে এসেছি। আমার আর কোনোদিন কোথাও ফেরা হয়না। এনকোড। ঘুম। কাজ। । স্মৃতিহীন।

ফেইসবুক স্ট্যাটাসঃ ফেলে এসেছি তোমাকে ২০০৯এ।
মুছে ফেলে
আবার স্ট্যাটাসঃ ফেলে এসেছি তোমাকে ২০০৯।
মুছে ফেলে
২০০৯।
মুছে ফেলে

কিছুনা'কে কী দিয়ে লেখে?
কিনে এনেছি স্যামুয়েল বেকেট।

২.
এই জানালার পাশে এই শেষ ব্লগ লেখা। কালকে রাতে নতুন বাসা, নতুন স্টেশন। মা বলে পুরান জমিয়ে রাখা কিছু কাগজ, খাতা, ফেলে দিতে। পুরোনো চিঠি, পুরানো বই, মেহেরজান। হলুদ হয়ে গেছে। রঙ উঠে গেছে জায়গায় জায়গায়। অনেক কথা বলার দিন শেষ। তাই বিলবোর্ডে দেখবো নীরবতার বিজ্ঞাপন। আর প্যারাসুটের শায়না। তোমাদেরকে দূর থেকে খুব সুন্দর লাগে। তোমরা সবাই ভালো থেকো।

3 comments:

mahmud said...

আপু কি বাসা বদলে ফেলছেন? নতুন বাসা, নতুন পরিবেশ... নতুন একটা লেখা হবে আশা করি খুব তাড়াতাড়ি...

বরফ পানি said...

লোল। নতুন বাসায় পিসি নাই, নেট নাই, টিভি নাই, ডিশ নাই, গ্যাস নাই, তিন পিনের প্লাগপয়েন্ট নাই। হেহেহে। গল্পের বইও সব বাক্সের ভিতরে। হাহাহা।

মাহমুদ ফয়সাল said...

এই সেরেছে!! বলেন কী!! এইটা তো অনেকটাই মানবেতর জীবন :P
তবে এই নিয়েও একটা সুন্দর ব্লগ পোস্ট তো হতেই পারে, তাইনা অন্দ্রিলাপু?? :-)
আশা করি এই ক'দিনের মধ্যে সমস্যা কাটিয়ে উঠে নতুন বাসায় ধাতস্থ হতে শুরু করেছেন... হিহিহি

-- মাহমুদ ফয়সাল