Feb 24, 2010

এ্যালবাম

ইমিনিমা থাকে এক অদ্ভুত জগতে। তার নদী ঢেউ তোলে লালরং সাগরে। তার পথ শেষ হয় ঝাউবন স্টেশনে।

ট্রেনে উঠে ইমিনিমা শাওনের দিকে তাকিয়ে হাসে। বলে, দেখো, আমরা কতো দূরের স্টেশনে যাই? এই স্টেশনের নাম বাগানবিলাস। স্টেশনের বেঞ্চে তখন কেবল দুপুর ঝরে। তারপরে শাওন হয়ে যায় একটি সাদাকালো ছবি। আর পৃথিবী ক্রমশ একপাশে সরে গেলো বলে ইমিনিমা পুরোনো পথে আর ফিরে গেলো না। শেষে ইমিনিমা কেবল তার নদীর কাছে থাকলো। তার নদীতে সব ঋতুতেই ভেসে গেলো কৃষ্ণচূড়া ফুল।

 
ছবিতে ক্লিক করে জানালা খুলে দিন

5 comments:

বরফ পানি said...

অনেক পুরান ড্রাফট

mahmud said...

খুব সুন্দর এই ছবিটা...
ভালো লাগলো...

mahmud said...

আপু অনেকদিন পর এলেন!! নতুন বাসায় সেট হতে পারেননি এখনো?

সবজান্তা said...

এই ধরনের লেখাগুলি আমার কাছে সবসময়ই দারুণ লাগে। এইটাও ব্যতিক্রম না।

আসলেই খুব ভালো লাগলো।

পুনশ্চ: এই ড্রাফটটা যে লেখা হয়ে গিয়েছে, জানতাম না !

বরফ পানি said...

কতোকিছুই তো জানতেনা হে বনিক