Feb 24, 2010

Fancy

::
গত রাতের অন্ধকারের মতো
জড়িয়ে আছি তোমার অতীতে
অথচ মৃত কিছু সত্য হয়না।

::
কবিতা যেনো জল
সারাদিন সরোবরে আঙুল ভেজাই, জল ভাঙি
একদিন এক ফোঁটা ঠিক তুলে নেবো

::
নদীর কাছে ঘাস হয়ে শুয়ে থাকতে চাই

::
কৃষ্ণচূড়া ফুটলোনা আর এবার
যদিও নতুন বন্ধু পাওয়া গেছে

::
টুকরো টুকরো ডুবো পাথর
ডুবে থাকে স্মৃতির পাথারে

5 comments:

toxoid_toxaemia said...

প্রথমটা সবচাইতে ভাল লাগসে।

বরফ পানি said...

লোল আমারও কেবল প্রথমটাই ভালো লাগসে

সবজান্তা said...

আমার কিন্তু সবকয়টাই বেশ ভালো লাগলো। যদিও এর মধ্যে এক আর দুই বেশি ভালো। পাঁচ লাইনটা মনে হয় আগেই কোন লেখায় পড়েছিলাম। আর চার নম্বরটা ভালো লাগলো না, কার লেখার যেনো গন্ধ পেলাম !

বরফ পানি said...

কার?

বরফ পানি said...

তুমি কেনো সাপের মধ্যে দড়ি দেখো গো সব্জুদাদা??