Nov 4, 2010

ও মোর ময়নাগো

Try your fortune

আমি স্বপ্নে দেখলাম আমি কবিতা লিখেছি। পুরা কবিতাটাই স্বপ্নে দেখা।

গাড়িগুলো বাড়ি যাবে
তাই রিকশারা হা করে খাড়া থাকে রাস্তার মাথায়
আর ফাঁকা পথে গাড়ি থেকে রাস্তায় পা রাখে যে নারীরা
জবার কলির মতো তাদের পায়ের গোছ বের হয় সালোয়ার থেকে
যাদের আঙুলের স্পর্শে এই ফুল ফুটতো গোলাপ
সেই যুবকেরা কেবল বুকের রক্তে
দেয়ালে আঁকলো চে গুয়েভারা
তবু পৃথিবীতে বিপ্লব এলোনা


আর

বৃষ্টিতে ভিজতে থাকা ট্রেনের চাইতে
বিষণ্ণ দৃশ্য আর কী আছে এই পৃথিবীতে?
বলো আমাকে, গোলাপ কি নগ্ন
নাকি নগ্নতাই কেবল তার পোশাক?
মানুষ সারাজীবন ধরে কতো চেষ্টা করে
সুন্দর একটা গোলাপ বানাতে
ছবিতে আঁকে, পাথরে কাটে, মাটিতে গড়ে, কেকে বানায়
কিন্তু সামান্য গোলাপের সৌন্দর্যের কাছে তারা সবাই বিষন্ন হয়ে যায়
তাই মানুষ আর কোনোদিন সুখি হলোনা।

7 comments:

নজমুল আলবাব said...

ভালো লাগলো। আরো লিখুন।

বরফ পানি said...

পছন্দের ব্লগারের কাছ থেকে উৎসাহ পাইতে চমৎকার লাগে। অনেক ধন্যবাদ।

toxoid_toxaemia said...

অনেকদিন পর তোকে লিখতে দেখে অনেক ভাল লাগল।

বরফ পানি said...

আমারে ওখনও ভুলে যাসনাই দেখে ভালো লাগলো :)

ষষ্ঠ পাণ্ডব said...

অন্দ্রিলা, উলটো দিক থেকে চার নাম্বার লাইনের "বানাইতে" কে "বানাতে" করে দাও। দুটো প্যারাগ্রাফকে দুটো আলাদা কবিতার মতো লাগলো। তাতে কোনো অসুবিধা নেই, কবিতা অসাধারণ হয়েছে। তোমার অন্য কবিতার লিঙ্ক দাও - পড়ি।
ষষ্ঠ পাণ্ডব

ষষ্ঠ পাণ্ডব said...

অন্দ্রিলা, উলটো দিক থেকে চার নাম্বার লাইনের "বানাইতে" কে "বানাতে" করে দাও। দুটো প্যারাগ্রাফকে দুটো আলাদা কবিতার মতো লাগলো। তাতে কোনো অসুবিধা নেই, কবিতা অসাধারণ হয়েছে। তোমার অন্য কবিতার লিঙ্ক পাঠাও - পড়ি।

বরফ পানি said...

পাণ্ডবদা' আমার ব্লগ তো আজকে জাতে উঠে গেলো!

খালি প্রথম প্যারাটাই কেবল পদ্য।

শেষের প্যারাটা এমনি ব্লগ। প্রথমে অপু ভাইয়ের কমেন্ট, তারপরে আপনি বললেন কবিতা অসাধারণ হয়েছে, মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেলো। অন্য কবিতার লিঙ্ক দিচ্ছি :D