Aug 15, 2007

নিঃসঙ্গতা

রাতের আলোর নিচে একদিন তোমাকে দেখেছি
মুখোমুখি বসে ছিলে রোদেলা কড়ই গাছ তলে
তুমুল আড্ডার মাঝে ছুঁয়েছো আমার ত্বক তুমি
হেঁটেছো আমার সাথে দীর্ঘ পথ, কালিগঙ্গার তীরে তীরে।

দেখেছি তোমাকে শুধু পথচলতি প্রতিটি রিকশায়
ছায়া হয়ে সাথে ছিলে আমার দিনের সব কাজে
রাত্রেও ছাড়োনি একা, ছিলে তুমি আমার শয্যায়
আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো পথ তো রাখোনি

এতো মানুষের মাঝে আমাকেই শুধু তুমি পেলে?
আমাকে জ্বালাও কেন ঈর্ষাতুর প্রেমিকের মতো?
দাম্ভিক স্বামীর মতো গৃহবন্দী করেছো আমাকে
অবশেষে হয়ে গেছি বন্ধুহীন, তোমারই মতো

সমস্ত শরীর দিয়ে ঘৃণাই তোমাকে শুধু করি
আমার মৃত্যুর জন্য আর কেউ দায়ী নয়--তুমি
মৃত্যুর মতোই আজ তুমি শেষ আশ্রয়, তবু
নিঃসঙ্গতা, মুক্তি দাও, মুক্তি দাও তুমি।

৩০শে চৈত্র, ১৪০৯

2 comments:

wave002 said...

nisshongotar expression gulo sundor

eivabe nisshongotakey kokhono upolobdi korini

SONGS FROM THE WOODS said...

valo.......satti valo....
ei kobita tate ekta annarokom vab ase.........besh mature vab fute uthse....good......eirokom kobita likhte para shohoj kaj na....