Oct 26, 2007

তোমাকে ভালোবেসে

পাখি আমার, পাখি আমার বলো
তোমায় ছাড়া জীবন হতো যদি
খরস্রোতা দুরন্ত এক নদী
সেই নদীতে কবেই যেতাম ভেসে
হারিয়ে যেতাম একলা আমি একা
নাইবা যদি পেতাম তোমার দেখা।

পাখি আমার, লক্ষ্মী আমার পাখি
তোমার কাছে যখন আমি থাকি
তখন আমি এই দুনিয়ার রানি
আর কিছুনা, এটুক’ শুধু জানি
তোমায় ছাড়া জীবন হতো খালি
শুকনো পাথর, বিরান ধূসর বালি।

তোমাকে খুঁজে পেয়েছি বলে আমি
বেঁচে থাকার সঠিক মানে জানি
হাওয়ার মাঝে মেঘের মতোন করে
আমার বুকে রাখবো তোমায় ধরে
আর যা কিছু, সবকিছু যাক ভেসে
বাঁচবো আমি তোমাকে ভালোবেসে।

5 comments:

Anonymous said...

হুম...সুন্দর এবং অর্থবহ।

তবে একটা কথা, এটা কি কবিতা না ছড়া ? যদি কবিতা হয়ে থাকে , ২ লাইনের ছন্দমিল কি খুব জরুরী ? প্রায়শই আমার মনে হয়, এই ছন্দমিল দিতে যেয়ে, কবিতার প্রবাহ বাঁধাগ্রস্ত হয়।

ভেবে দেখবেন।

তবে আবারো বলছি, অনেক স্বচ্ছ লেখা।ধন্যবাদ।

বরফ পানি said...

লক্ষ্য করবেন, আমার ব্লগে কবিতা বলে কোনো label নাই। যেটা আছে সেটা হলো পদ্য। আর এটা যে কী হয়েছে, আমি নিজেও জানিনা :S

কী জানেন, পদ্যজাতীয় জিনিসে কোন লাইনের পর কোন লাইন এসে জুড়ে বসবে, তা আমার হাতে থাকেনা।

ধন্যবাদ।

Anonymous said...

"কী জানেন, পদ্যজাতীয় জিনিসে কোন লাইনের পর কোন লাইন এসে জুড়ে বসবে, তা আমার হাতে থাকেনা। "

সচেতন বা অবচেতন যেই ভাবেই হোক ২ লাইনের একটা ছন্দমিল দেখতে পাচ্ছি এখানে ! আমার মনে হয়, আপনি যদি এই ছন্দমিলের বাধ্যবাধকতা থেকে বের হয়ে আসতে পারেন,তবে কবিতা ( বা পদ্য ) গুলোর গভীরতা আরো বেশি হবে। আধুনিক কবিতা আর কি !

বরফ পানি said...

আপনার কথা মাথায় থাকবে! :D

বরফ পানি said...

ওরে টুটুল, আম্রা এক্কালে কতো ফর্মাল ছিলাম দেকিচিস?