Dec 31, 2007

বছর শেষে

অক্টোবর মাসে পুজার ছুটিতে বাড়ি গিয়েছিলাম। তখন অনেক ছবি তুলেছি। আনাড়ি হাতে নতুন ক্যামেরা, তাই বেশিরভাগ ছবিই নষ্ট হয়েছে। বেশিরভাগ তুলেছি গাছপালা, নদীর ছবি। মানুষের ছবিও তুলেছি অল্পবিস্তর।এই ছবি পিরোজপুরের বলেশ্বরে নৌকা করে যেতে যেতে তোলা। এই সাঁকোটি খুব সম্ভবত আর ওখানে নেই। কে জানে এই ছেলেটি সুস্থ শরীরে নতুন বছর দেখছে কীনা।

3 comments:

সবজান্তা said...

ছবিটা বোধহয় আগেই দেখেছিলাম। সাঁকোটা পছন্দ হয়েছিল বেশ।

মনে হয় না সাঁকোটা এখানে আর আছে, কারন যতদূর মনে পড়ে , সিডর তীব্র বেগে প্রথম দিকে যে কয়টি জায়গার উপর আঘাত হেনেছিলো, বলেশ্বর নদী তার মধ্যে অন্যতম।

ভাগশেষ said...

হ্যাঁ, তা জানি। এই যে গাছপালাগুলি ছবিতে, তাও মনে হয় কিছুই এখন নাই আর।

Diganta said...

আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ছিল কাছিপাড়া বলে একটা গ্রামে - পটুয়াখালি জেলায়। অনেক গল্প শুনেছি, যেতেও ইচ্ছা করে।