Aug 31, 2008

বনে


আবার যেদিন সেই সে বনের পথে
দুপুরবেলায় আবার দেখা হবে
জলের তীরে ঘুমিয়ে আছে ছায়া
একটি পাখি ডাকছে ধীরে ধীরে


সেদিন শেষে সবাই গেছে ফিরে
কেবল তুমি, কেবল আমি আছি
শেওলা পড়ে কেমন পিছল পথ
কেউ আসেনি এখানে বহুদিনে

কেবল তুমি, কেবল আমি যাবো
ধীরে ধীরে দীর্ঘ হবে ছায়া
ধীরে ধীরে আসবে আলো কমে
সেই যে যাবো, আসবো না আর ফিরে।

14 comments:

Anonymous said...

ager pic'ta change kora moteo thik hoyni..mante parlamna bishoyta :(

Anonymous said...

সুন্দর কিংবা ভালো - এসব 'ক্লিশে' বিশেষণ দিয়ে কবিতাটাকে ম্লাণ করে দিতে চাই না। এটুকুই বলতে চাই,

আমার অনেক পছন্দের কবিতার একটি এটি- সেটি নিশ্চয়ই জানেন আপনি :)

কিন্তু হে মহাত্মন, বহুদিন আপনার গদ্য পড়ি না তার কী হবে ?

বরফ পানি said...

@ anonymous. আপু/ ভাইয়া, এইটা তো নতুন পোস্ট, নতুন ছবি, এখানে তো কোনো ছবি বদল করি নাই :S

@ সবজান্তা, এই বনটা কিন্তু সেই বনটা না :)

toxoid_toxaemia said...

ছবিটা তো খুব সুন্দর, কই থিকা যোগাড় করলি ?

বরফ পানি said...

নিজে তুলছি :@

জিহাদ said...

কয় কি?! এটা আসলেই নিজের তোলা? কোথা থেকে?

পুরাই পাংখা :D

বরফ পানি said...

:@ ছবিটা তো রোদে জ্বলে গেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছে মিনি চিড়িয়াখানাতে তোলা।

Anonymous said...

Aaah...
Achchha, lekhata aage na chhobita?
(Bangla aschhe na:()

toxoid_toxaemia said...

ওতো লেখার আগে ছবিটাই দিয়েছে।
তোমার ওখানে তো না আসার কথা নয়!

যাযাবর said...

ছবিটা কী অদ্ভূদ বিষন্ন!

Ahmed Arif said...

ছবি দেখেই মন কেমন করে ওঠে। কবিতাটিও যেনো বর্তমান মানসিক অবস্থার সাথে মানানসই।

যাযাবর said...

আমি ঘুরে ফিরে এসে আপনার ব্লগ দেখি... এত সহজ করে এত মন-ছোঁয়ানো কী করে যে লিখেন!
অনেকদিন আবার লিখছেন না কিছু।

বৃষ্টি বিলাসিনি said...

koi haraili apu?

যাযাবর said...

সেই অগাষ্টে পোষ্ট দিয়েছিলেন!!!
কোথায় হাওয়া হয়ে গেলেন?!