Aug 8, 2008

স্বগত-৭



তাহারা যেন দুইটি ছোটো পাখি

তাহারা যেন অনেক দূরের বনে
তাহারা যেন সবুজ গাছে থাকে
যেখানে রোদে ছায়ারা মিশে থাকে।


তাহারা যেন দুইটি ছোটো পাখি
তাহারা যেন দূর পাহাড়ে থাকে
তাদের ঘরে কেমন ছোটো ছানা
তাহারা কেমন আদরে ঢেকে রাখে।

তাহারা যেন দুইটি ছোটো মাছ
দুপুরবেলায় জলের তলে জলে
তাহারা কেমন সহজে ভেসে চলে
গাছেরা ঝুঁকে সকৌতুকে দেখে।

তাহারা যেন দুইটি ছোটো তারা
তাহারা যেন বনের মাথার পরে
সন্ধ্যাবেলায় চুপটি করে উঠে
ফের মুছে যায় ভোরের কুয়াশাতে।

তাহারা যেন তুমি এবং আমি
মিশে থেকে কেমন বুকের কাছে
রোজ সরে যায় কেমন দূরে দূরে
আবার কাছে আসবে বলে ফিরে।

2 comments:

জিহাদ said...

তাহারা যেন তুমি এবং আমি
বুকের সাথে বুক মিশিয়ে আছে
রোজ সরে যায় কেমন দূরে দূরে
আবার ফিরে আসবে বলে কাছে। :)

অন্দ্রিলা said...

পছন্দ হয়েছে। ধন্যবাদ! :)