Mar 24, 2009

মুহূর্ত

কী কাজে তুমি ব্যস্ত এতো বলো?
তারচে' বরং বাইরেতে যাই চলো
যেখানে ওই গোধুলিবেলার আলো
শেষ বিকেলের রৌদ্রে ঝলোমলো--

তোমায় আমায় হাতছানি দেয়, ডাকে।
জংলা সবুজ সবুজ পাতার ফাঁকে
একলা ডাকে উন্মনা এক পাখি
আমি তোমার হাতের মাঝে রাখি--

আমার এ হাত, ঠোঁটের মাঝে ঠোঁট;
বাতাস কেমন নিবিড় হয়ে আসে
রোদটুকু সব রঙ ছড়িয়ে দিয়ে
টুপটুপিয়ে পড়লো ঝরে ঘাসে।

অন্ধকারের কালো পাখার পাখি
ছড়ালো তার শান্ত দু'টি পাখা
বেঁচে থাকার মানে অনেক ভালো
বেঁচে থাকার মানে সাথেই থাকা

No comments: