Feb 4, 2010

বিড়াল পুষবো

সমস্যা আছে। সবকিছু ঠিক চলছে-ভালো চলছে। হঠাৎ করে রিয়েলাইজ করি, আমি এদের কেউনা। তক্ষনি নিজেকে সবার থেকে সরিয়ে নিতে ইচ্ছা করে। আর সবসময়েই দেখি, ফেলে আসা জায়গা কখনও ফাঁকা থাকলোনা। ক্রমশ গুটিয়ে যেতে যেতে দেখি, এখন কেবল কবরের তলায় যাওয়াই বাকি। অথচ এমন কেউ নেই যার কাছে ফিরে যেতে চাইতে পারি। পুরা সপ্তাহ এতো কাজ-- স্ট্র্যাটেজিক প্ল্যানিং-প্রোজেকশন-বিজনেসকেস। আবার কনসেপ্ট পেপার লেখা। আজকে বস বলে ছয়টায় চলে যেতে-- উইকেন্ডে অফিস করা হবে। অথচ ফেব্রুয়ারির ৪ তারিখ সন্ধ্যা ছয়টার সময় আমার কোথাও যাওয়ার নাই।

2 comments:

মাহমুদ ফয়সাল said...

অন্দ্রিলাপু,

লেখার শিরোণামখানির সাথে অন্য কিছুরই মিল পেলাম না... বিড়াল কেন পুষবেন?

তবে, সত্য কথা বলেছেন আপু। হয়ত কখনই সরে যাওয়া যায়গাখানি ফাঁকা থাকেনা...

আশা করি আগামীতে ফেব্রুয়ারির ৪ তারিখ সন্ধ্যা ছয়টার মতন সময় জীবনে আর আসবেনা...

বরফ পানি said...

:)

বিড়াল পালবো কারণ বিড়াল পালতে ইচ্ছা করে। আছে নাকি সন্ধানে সাদাকালোখয়রি দেশি বিরালের বাচ্চা? কাঁটাবনে সব কুলীন বিড়াল, কোনটা কিনবো ডিসাইড করতে পারিনা :(