Dec 11, 2010

এজেন্ডা

আজকে যে আমার কোনো কাজে মন নেই, তার কী হবে, বলেন তো? আমার কাজগুলি কি আপনি করে দিবেন? অথচ আজকে আমার খুব দেখতে ইচ্ছা করছে বাইরে এখন কেমন বিকাল। আর গাছের পাতা ঝরে আকাশ কতোটুক বেশি দেখা যায়। আর জানালার রোদের টুকরাতে বিড়াল কেমন আলস্য করে ঘুমায়। বিড়াল দিনের দুপুরে মানুষ কীভাবে কাজ করে?

আর এক ঘন্টায় সব কাজ যদি শেষ করতে পারি তাইলে বাইরে গিয়া কটকটি চটপটি সব খাবো।

6 comments:

জুয়েইরিযাহ মউ said...

তবে কি বাইরে গিয়ে কটকটি চটপটি খাওয়া হয়েছিল??
দেখা হয়েছিল বিড়াল দিন... ??
আলস্যে ঘুমোনো শাদা তুলতুলে বিড়াল রোদ পোহাতে পোহাতে রোদের আদরে ভেসে যায়...
দেখেছো কি এ সমস্ত আয়োজন ?? :)

বরফ পানি said...

হাহা, ওইদিন রাইত ১২টা বাজে বাইত গেসি। ব্লগে স্বাগতম। এই কে আছিস চা দে।

বরফ পানি said...

বিটিডাবলু, লেখার চাইতে তো কমেন্ট বেশি ভালো হইসে।

জুয়েইরিযাহ মউ said...

হাহাহা...
এরাম চা ফাঁকি দেওয়া যাবেনা...
আমি চা-মোদী... ;)
দেখা হলে পরে খাওয়াতেই হবে... :)

অপ্টফিকঃ তোমার জিমেইল ইমেইল ইয়াহুমেইল সব আইডিগুলান দিও...
এই ঠিকানায়...
nirjola_zuairijah@yahoo.com

বরফ পানি said...

আহহা আগে দেখলে আজকে আসতে বলতাম। আমরা সবাই ছিলাম আজকা কোঞ্চিপায়। রোয়েনা আসছিলো জামাই নিয়া। আমি বাসায় আসলাম ঘণ্টাখানিক আগে। ফোন্নাম্বারো পাটাচ্চি, সামনের বছর কোনোসময় ওইদিকে গেলে কল দিও। চাশর্মাপিজা সকলি হইবেক। ছো লং।

কৃষ্ণ জলেশ্বর said...

আপনার ব্লগ দেখে আমিও একটা বানালাম। যদিও এগুলো আমি পারি না।