Feb 20, 2011

পুরানো রাত

















ব্যস্ত তুমি অনেক যখন/ হাজার রকম কাজের ভিড়ে
তোমাকে কেউ করছে মনে/ একটি কোণে চুপটি করে
তার কাছেও একটি তুমি/ থাকছো সবার অগোচরে
দু'জন বসে রইলে কেমন/ শান্ত রাতের নদীর তীরে



8 comments:

অনার্য সঙ্গীত said...

বিষন্নতায় ভুগতেছো নাকি ইদানিং? নাকি প্রেমে পড়ছো!? :D

yfsrain said...

ছবি টা ভালৈ। ওরিয়েন্টাল কার্টুনগুলির হাই রেজুলেইশান ফটু ভালু পাই।
নিচের ৪ লাইন কি নিজে লিখছেন নাকি কোন গান/কবিতার লাইন? নিজে লিখলে তো ভালৈ হইছে। আপ্নে বিরাট ''তুমি আমি'' প্রতিভা। ;);)

বরফ পানি said...

@রতন, প্রেমে পড়ার অনুভূতির কথা মনে পড়ে মন উদাস হইলো। অনেকদিন প্রেমে পড়িনা ভেবে মন বিষণ্ণ হইলো। আফসুস, তুমি দেশে নাই।

@থিও, ইহা এসএমএস কাইভ্য। আমার প্রতিভা রিকগনাইজ করার জন্য তোমাকে জাঝা।

Anonymous said...

কার প্রেমে কবিতাটা লিখলা শুনি, হুঁ ?

বরফ পানি said...

ক্ষমা কর মোরে সখি শুধায়োনা আর
মরমে লুকানো থাক মরমেরো ভার

ইত্যাদি। আজকে অনেক মজা হইলো। থ্যাঙ্কস টু

















আশু!

admin said...

ভাল্লাগলো লেখাটা। ছবিটা দারুণ! :)

অফটপিক: আপনি কি কখনো আমার ব্লগ (http://blog.mukul.us/) গিয়েছিলেন? মানে আপনার নামে একজন চ্যাট বক্সে মন্তব্য করেছিলো।

admin said...

ভাল্লাগলো। ছবিটাও দারুণ! :)

অফটপিক: আপনি কি কখনো আমার ব্লগবাড়িতে (http://blog.mukul.us/) গিয়েছিলেন? মানে, আপনার নামে একজন মন্তব্য করেছিলো আর কি।

বরফ পানি said...

ধন্যবাদ। হ্যাঁ ওইটা আমিই ছিলাম। অনেক গুছানো আর সুন্দর আপনার ব্লগটা।