Jul 6, 2011

রাত জাগার পর

আমাদের ভোরগুলো
আসে
আসে
আসতেই থাকে
আমরা
দেখিনা কোনোদিন
ঘরের সবাই
খুব ঘুম
সব চুপ
বিড়াল পায়ের মতো
গরগরে ভোরগুলো
শৈশব বৃষ্টির মতো
কোমল হয়ে
নেমে আসে।

4 comments:

Anonymous said...

গরগরে ভোরগুলো !!

দারুণ শব্দ তো !

অন্দ্রিলা said...

কোথাও পড়সিলাম মনেহয়।

অনার্য সঙ্গীত said...

হুঁ

অন্দ্রিলা said...