১
একদিন একটা পাখি।
ভাবছিল উড়ে যাবে আকাশে
কিংবা বসবে একটা গাছের পাতায়।
এসব কিছুই না করে
পাখিটা নেমে পড়ল জলে
আমি ভাবতে ভালবাসি
তোমার ওই পাখির মত মন
দূরে চলে যাওয়ার আগে
তুমি আমার কাছেই আসতে চেয়েছিলে।
২
এই যে কেমন মিষ্টি একসাথে থাকা
হাতের ভেতর হাত, পায়ের ওপর পা
গালের সাথে গাল গায়ের সাথে গা
বিকালের ঝরঝরে রোদ সন্ধ্যার বাতাসে ভেসে যাওয়া
অনেক কথা বলার মাঝে বিস্তর না বলা অক্ষর
পথে যেতে যেতে কোথাও না পৌঁছানো অথচ একসাথে কত দীর্ঘ পথ চলা
এর মাঝে মৃত্যুকে সাধারণ লাগে, তাই এরি মাঝে মরে যাওয়া ভাল
বসন্তে নতুন পাতা নতুন প্রেমিক ডেকে নেবে।
একদিন একটা পাখি।
ভাবছিল উড়ে যাবে আকাশে
কিংবা বসবে একটা গাছের পাতায়।
এসব কিছুই না করে
পাখিটা নেমে পড়ল জলে
আমি ভাবতে ভালবাসি
তোমার ওই পাখির মত মন
দূরে চলে যাওয়ার আগে
তুমি আমার কাছেই আসতে চেয়েছিলে।
২
এই যে কেমন মিষ্টি একসাথে থাকা
হাতের ভেতর হাত, পায়ের ওপর পা
গালের সাথে গাল গায়ের সাথে গা
বিকালের ঝরঝরে রোদ সন্ধ্যার বাতাসে ভেসে যাওয়া
অনেক কথা বলার মাঝে বিস্তর না বলা অক্ষর
পথে যেতে যেতে কোথাও না পৌঁছানো অথচ একসাথে কত দীর্ঘ পথ চলা
এর মাঝে মৃত্যুকে সাধারণ লাগে, তাই এরি মাঝে মরে যাওয়া ভাল
বসন্তে নতুন পাতা নতুন প্রেমিক ডেকে নেবে।
No comments:
Post a Comment