Jan 21, 2009

বিষণ্ণ

বাঁশের বনে শিশির তবু ঝরে
শান্ত স্রোতে নদীটি আজও বহে
স্বপ্নগুলোই মিলিয়ে শুধু গেছে
এই যে আমার একলা শীতল ঘরে।

বনসাই বটগাছ আমাকে বলে
কেন তুমি আমার মতো হবে
ইচ্ছে করে পালিয়ে যাই দূরে
(যেখানে) কাঁচি হাতে কেউ নেবেনা পিছু

ভাল্লাগেনা ভাল্লাগেনা কিছু
আকাশ যেন বিষণ্ণতার নদী
ঘরগুলোকে ভিজিয়ে সেই জলে
মন খারাপের বৃষ্টি বলে চলে

কী লাভ হবে এইভাবে আর বেঁচে
কী প্রয়োজন এইখানে আর থেকে
তাই মনে হয় ভীষণ ক্লান্তি নিয়ে
কেউ চলে যায়, আর বলে যায়- চলো।

২০০০ সালের জানুয়ারি মাসে লেখা, মৃত এক নিকটাত্মীয়ের স্মৃতিতে। তাই এই লাইনগুলি আমার নিজের খুব প্রিয়।

3 comments:

Mr. Tambourine Man said...

অনেকদিন থেকেই তোমার "মুঠোয় ভরা আলোর কিছু নরোম রুপো" ব্লগে অপেক্ষা করে থাকতাম নতুন লেখার জন্যে। কিন্তু নতুন কিছু আর আসে না! শেষে খুঁজতে গিয়ে পেলাম এই নতুন ঠিকানা।
:)

phenomenal woman said...

"...ভাল্লাগেনা ভাল্লাগেনা কিছু
আকাশ যেন বিষণ্ণতার নদী
ঘরগুলোকে ভিজিয়ে সেই জলে
মন খারাপের বৃষ্টি বলে চলে..."

কবিতার ব্যাকরণ-গত দিক আমি বুঝি না বিশেষ। তবে এই কটি লাইন আমার হৃদয় ছুঁয়ে গেছে। মনে হয়েছে Poesy has reached its peak!

অন্য দুটো ব্লগ কি একেবারেই মৃত? নাকি মাঝে-সাঝে আবার বেঁচে উঠতে পারে?

অন্দ্রিলা said...

লিখতে পারিনা যে আর... তোমার কমেন্টটা কীভাবে যেন মিস করে গিয়েছিলাম @ phenomenal :)ভালো লাগলো খুব... মাঝে মাঝে পড়বো যেয়ে :)