Jun 20, 2009

এই রাতে

একটি ছোটো ছোট্টো সাদা তারা
উঠেছিলো আকাশের এক কোণে
একা একাই চুপ চাপ আনমনে
সব পাখিরা ঘুমিয়ে গেছে বনে

জানলা দিয়ে যায় কী না যায় দেখা
একটা সাদা ছোট্টো আলোর রেখা
কার যেনো কোন ইচ্ছে পূরণ করে
পড়লো একা আকাশ থেকে ঝরে

তারাটি যেন একটি মৃত শিশু
অন্ধকারে একলা ফুটে উঠে
মিলিয়ে গেলো ভোরের কুয়াশাতে
তোমার আমার পরম অনাদরে।

4 comments:

বৃষ্টি বিলাসিনি said...

ekdom r dekhina tor likha...keno re?

বরফ পানি said...

মিনাপু', তুমি বলতে বলতে একটা পোস্ট দিলাম, যদিও এর কোনো আগামাথা নাই।

কেমুনাছোতুমি?

বৃষ্টি বিলাসিনি said...

bah!! toke onek dhonnobad agamatha ache naki nei ami pori tarpor janachi :D

toxoid_toxaemia said...

হুম, পড়লাম।