Sep 5, 2009

চুপচাপ

বাইরে কি আজ বিকাল, অনেক আলো?
আমার ঘরে অন্ধকার।
আমি ঘরে একা।
বাইরে কি আজ আকাশ অনেক নীল?
নাকি মেঘ, বৃষ্টি হবে।
মাঠের শালিক ভিজবে অযথাই।
আমার ঘর ভেজা কাকের মতো বিষণ্ণ।
আমাকে কেউ দূরের মাঠে সূর্য ডোবা দেখাতে নিয়ে গেলো না।
তাই এবার আমি একটা হবো হলুদ পাখি।
আপন মনে ঘুরবো ছায়ায় একা।
কিন্তু আমার গায়ে থাকবে রৌদ্রের রঙ।

5 comments:

Anonymous said...

অনেক অনেকদিন অপেক্ষার পর এবার তবে পেলাম একটা কবিতা...
চমৎকার লাগলো...


আমাকে কেউ দূরের মাঠে সূর্য ডোবা দেখাতে নিয়ে গেলো না।


আমাকেও না...... :-(

বরফ পানি said...

ধন্যবাদ। আপনি তো অনেক লেখেন :)

toxoid_toxaemia said...

তোর লেখা সুন্দর একটা কবিতা পড়লাম অনেকদিন পর। আরেকতু নিয়মিত কি লেখা যায়না ? এতোদিন পর পর লিখিস ...

mahmud said...

অন্দ্রিলাপু,

অনেকদিন লেখা পাইনা।
কিছু লিখেন প্লীজ :(

বরফ পানি said...

লিক্সি