Oct 28, 2009

নিসময়

..
কুয়াশার জল যায় বলে
সেই তো যেতেই হবে চলে
পুরোনো এ পথ মুছে যাবে
ফেরা তো হবে না কোনো কালে


..
তবু সেই পথ সাথে চলে
পুরোনো হারানো পথ
দেখবো না আর তবু
কার ছায়া নাড়া দেয় স্বপ্নের জলে


..
কুয়াশায় সব পথ হারালে আড়ালে
জানলাম হারিয়েছে সকল ঠিকানা
ল্যাম্পপোস্ট দেখে ভাবি এ ই বাতিঘর
কাকে যেনো ডেকে নিলো তোমার বিছানা।


..
কুয়াশার জলে ভিজছে এখন চুল
দীর্ঘ রাতের ডানা থেকে দেখো ঝরে
হারানো স্মৃতির ধূসর বেগুনি পালক
আজ রাতে কেউ কোথাও যাবে না ফিরে

2 comments:

mahmud said...

আপু
এতদিন পরে এলেন? কতদিন ধরে যে আপনার লেখার অপেক্ষায় ছিলাম!

কুয়াশার জলে ভিজছে এখন চুল
দীর্ঘ রাতের ডানা থেকে দেখো ঝরে
হারানো স্মৃতির ধূসর বেগুনি পালক
আজ রাতে কেউ কোথাও যাবে না ফিরে


এরকম ছন্নছাড়ার সুর কেন কবিতায়? আমি আপনাকে স্বাপ্নিক বলেই জেনেছি লেখা পড়ে... হারানো স্মৃতির বেগুনি পালকগুলো কি আমাদের আকর্ষণে বেঁধে রাখায় ফিরে যাব না, নাকি পথ হারিয়ে সব এলোমেলো হয়েছে ভেবে ফিরে না গিয়ে ল্যাম্পপোস্ট দেখে ভুল বুঝে কাটিয়ে দেব সময়, সারাটি রাত...

ভেবে থৈ পেলাম না।... অন্দ্রিলাপুর কবিতা বরাবরের মতন চমৎকার...

বরফ পানি said...

এতোকিছু ভেবে তো আর লিখি নাই, এতো কাব্যিকতা দেখলে সত্যি লজ্জ্বা পাই।

উরাধুরা ব্লগ পড়ার জন্য অনেক ধন্যবাদ :)