Nov 20, 2009

পোল

ব্লগের পুরানো পাতা উলটে দেখছিলাম। বারো পাতা পেছনে একদম প্রথম পোস্ট প্রায় আড়াইবছর আগের। মনে হলো ব্লগ রাখা ভালো। পলকে পলকে পার হয়ে যাওয়া প্রতিশ্রুতির বছরগুলির অনেকগুলি স্থিরচিত্র ধরে রাখা আছে এইখানে। সময়ের সাথে বদলেছে আমার জীবনযাত্রা, বোধ, এবং অভিব্যক্তি। বন্ধু পেয়েছি এবং হারিয়েছি অনেক। নতুন নতুন পাতার পেছনে চাপা পড়ে যাওয়া পুরোনো পাতাতে সেই দিনগুলি ঠিকই ঘুমিয়ে আছে। হারানো সময়ের মতো একটি দু'টি করে পুরোনো প্রিয় লেখা। পুরোনো, সামান্য, কিন্তু আমার কাছে অমূল্য। কিন্তু সেগুলি কি আর কেউ কোনোদিন পড়ে দেখবে? ভিজিটরদের কাছে অনুরোধ, নিচের পোলে অংশগ্রহণ করে আমাকে একটু সাহায্য করুন।

আপনি এই ব্লগের ক'টি পাতা পড়ে দেখেছেন?


3 comments:

mahmud said...

ভোট বন্ধ হয়ে গেছে...
কী আর করা!

আমি অনেকদিন পর ইন্টারনেটে এলাম...
আপনার লেখা বরাবর ভালো লাগে... সময় পেলেই পুরোনো গুলো ঘেঁটে পড়ি... আর্কাইভ থেকে খুঁজি এলোমেলোভাবে...

এইটা জানানোর দরকার ছিলো...

toxoid_toxaemia said...

হারিয়ে যাওয়া বন্ধুর মইদ্যে মনেহয় আমিও আছিরে ...তোর সাথে যে কত্তোবার ঝগড়া করসি তার ইয়ত্তা নাই।

আর জরিপের ব্যাপারে - আমি তোর সবগুলো লেখাই পড়েছি।

বরফ পানি said...

ওরেবাবা! ধন্যবাদ ধন্যবাদ :)