১.
এই ব্লগটার নাম হতে পারে রাতগুলো দখল করে রাখে যেসব গান, বা যে গান শুনতে শুনতে রাতে ঘুমাতে যেতে দেরি হয়, বা সারারাত একটি গান, বা গানবন্দী জীবন, বা ওভারডোজ।
২.
সারারাত একটি গান শুনতে শুনতে ঘুমানো হয়না। মাঝেমাঝে কিছু গান শুনে এতো মনখারাপ লাগে, মরে গেলে আর গান শুনতে পাবোনা ভেবে। এইরকম একটা গান খুঁজে পেয়েছিলাম পরশু রাত্রে। :(
আগে কখনও শুনিনি এই গান। জানিনা কীভাবে লাকি আখন্দের এমন একটি মাস্টারপিস মিস করে গেছি, বা স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে গেছে। এটি শুনে শৈশবের জন্য বিশাল নস্টালজিক হয়ে গেলাম। তখন সবাই এইরকম ছ্যাঁকামার্কা গান গাইতো, আর সেই গান শুনে চোখে পানি আসতো। ভাবতাম করে বড়ো হবো কবে একটু ছেঁকা খাবো।
৩.
কৌশিকদা'কে বলি, এইরকম আরেকটা গান শুনতে ইচ্ছা করে। সে বলে এইরকম গান পৃথিবীতে নাকি এই একটাই। তখন আমি এই গানটার পর এই গানটাই শুনতে থাকি। এবং শুনতে থাকি। কথা সত্য। এই গান নিয়ে পৃথিবীতে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ লাইন লিখে কোটি কোটি বার শুনেও নষ্ট করতে পারেনাই।
দেখা যায় যে যারা মিউজিক বানায়, তারা মানুষ না, পুরাই খোদা। খোদার দুনিয়ার প্যারালালে পাথর ধাতুর অল্টারনেটিভ পৃথিবী না থাকলে জগতটা কবে জানি ফুটানো বেলুনের মতো চুপসে যেতো। আর আমরা জাদুকরের টুপির খরগোশের মতো ভ্যানিশ হয়ে যেতাম জন্মানোর আগেই। যতোবার এই গানটা শুনি, আমার মনেহয় আমি সুতার ওইপারে চলে গেছি এবং চাইলে আমি যেতে পারি এন্ড দ্যাট ফিলস গুড!
5 comments:
ভাল্লাগলো!
আমার অনেকদিনের ইচ্ছে এইরকম গানেরা, যারা প্রায় রাতেই আমাকে আটকে ফ্যালে, ওদের নিয়া কিছু একটা করতে হবে। কিন্তু পরেই মনে হয় কি দরকার। সব হুদাই।
তন্ময়দাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
আমি অনেকদিন এতো খুশি হইনাই :D
হুম নাম্বার ২ তো চিনি। আমার খালি এটাই ভাল্লাগছে। :)
১ নাম্বারটাও চিনো। পরশু না গানপাগলে শেয়ার দিলাম? তিন নাম্বারটা ভালো লাগেনাই :S কেম্নেকী। আচ্ছা নেক্স টাইম ভালো লাগাইতে পারি কিনা দেখি।
Post a Comment