Aug 31, 2011

টুটুলের জন্য কবিতা

কূয়ার ভিতর তাকিয়ে দেখি জল
জলের ভিতর মুখ
মুখের ভিতর দুঃখ

দুঃখগুলো হাতড়ে দেখি স্মৃতি
স্মৃতির ভিতর মুখ
মুখের চোখে জল
জলের ভিতর কূপ

গভীর কূপ স্মৃতিতে ডুবে থাকে

5 comments:

Anonymous said...

আমি সত্যি বলি, এইটা সম্ভবত তোমার এই যাবৎকালে লেখা সেরা কবিতাগুলার একটা। আমি যে কতোবার পড়লাম... দুর্দান্ত একটা কবিতা, খুবই দুর্দান্ত !

বরফ পানি said...

আর যে মারা যাবেটা কেমন হইসে?

অনার্য সঙ্গীত said...

প্রথম তিনলাইন একটা কবিতা।
পরের তিনলাইন আরেকটা কবিতা।
শেষের দুই লাইন আরো একটা কবিতা।

তিনটাই অসাধারণ!
তোমার প্রেমে পড়ে গেলাম গো বালিকা :)

জুয়েইরিযাহ মউ said...

ভাবনাটা কী দারুণ !!!
কী আর বলি, সমগ্রটাই উদ্ধৃত করতে হবে কবিতা নিয়ে বলতে চাইলে...
আমিও যে কতবার পড়লাম...
দারুণ লিখেছো তো আপু... :)

বরফ পানি said...

@মউ, হ ইহা বস্তুত তোমাদের সঙ্গগুণ, আর কিছুনা। আমার কাছে কাছে থাকো, দেখবা আমি আরও ভালো ভালো লিখবো মুহুহু :D

@রতন, আমার প্রেমে পড়সো, শিউর? বায়োউইপন নিয়া বকেয়া লেখাগুলা তাইলে জলদি জলদি ছাড়ো। আমিও আরেকটু ভালো করে তোমার প্রেমে পড়তে চাই।