কূয়ার ভিতর তাকিয়ে দেখি জল
জলের ভিতর মুখ
মুখের ভিতর দুঃখ
দুঃখগুলো হাতড়ে দেখি স্মৃতি
স্মৃতির ভিতর মুখ
মুখের চোখে জল
জলের ভিতর কূপ
গভীর কূপ স্মৃতিতে ডুবে থাকে
জলের ভিতর মুখ
মুখের ভিতর দুঃখ
দুঃখগুলো হাতড়ে দেখি স্মৃতি
স্মৃতির ভিতর মুখ
মুখের চোখে জল
জলের ভিতর কূপ
গভীর কূপ স্মৃতিতে ডুবে থাকে
5 comments:
আমি সত্যি বলি, এইটা সম্ভবত তোমার এই যাবৎকালে লেখা সেরা কবিতাগুলার একটা। আমি যে কতোবার পড়লাম... দুর্দান্ত একটা কবিতা, খুবই দুর্দান্ত !
আর যে মারা যাবেটা কেমন হইসে?
প্রথম তিনলাইন একটা কবিতা।
পরের তিনলাইন আরেকটা কবিতা।
শেষের দুই লাইন আরো একটা কবিতা।
তিনটাই অসাধারণ!
তোমার প্রেমে পড়ে গেলাম গো বালিকা :)
ভাবনাটা কী দারুণ !!!
কী আর বলি, সমগ্রটাই উদ্ধৃত করতে হবে কবিতা নিয়ে বলতে চাইলে...
আমিও যে কতবার পড়লাম...
দারুণ লিখেছো তো আপু... :)
@মউ, হ ইহা বস্তুত তোমাদের সঙ্গগুণ, আর কিছুনা। আমার কাছে কাছে থাকো, দেখবা আমি আরও ভালো ভালো লিখবো মুহুহু :D
@রতন, আমার প্রেমে পড়সো, শিউর? বায়োউইপন নিয়া বকেয়া লেখাগুলা তাইলে জলদি জলদি ছাড়ো। আমিও আরেকটু ভালো করে তোমার প্রেমে পড়তে চাই।
Post a Comment