Sep 6, 2011

ডানা নেই

কেঁদে ঘুম ধুয়ে গেলে
কিছু দৃশ্য চোখে এসে
একা একা ফুলটোক্কা খেলে

তারা খুব স্কুলের দুপুর
শাদা শার্ট
নীল জামা
মরিচফুল
কাঁচা আম
বিকেলের প্রশান্ত ঘুম

তবু পৃথিবীতে আর ঘুম নেই

2 comments:

কৃষ্ণ জলেশ্বর said...

তারা খুব স্কুলের দুপুর

বরফ পানি said...

হ। আপনে তো পকেটে কইরা স্কুল নিয়া ঘুরেন।